নেপালে অন্তর্বর্তী সরকার প্রধান কে হবে, তরুণদের আলোচনায় সুশীলা

বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ ৯:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই অন্তর্বর্তী সরকারের গঠন নিয়ে আজ বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন বিক্ষোভকারী তরুণরা, প্রেসিডেন্ট এবং সেনাপ্রধানের সঙ্গে।
সম্প্রতি তীব্র জনবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পদত্যাগের পর এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
হিমালয়ান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, তরুণদের প্রতিনিধিত্বকারী 'জেন-জি' আন্দোলন থেকে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। আজকের বৈঠকে এই সিদ্ধান্তকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হতে পারে বলে সূত্র জানিয়েছে।
বৈঠকের আগে সেনাপ্রধান অশোক রাজ সিগদেল ও সুশীলা কারকির ঘনিষ্ঠ মহলের মধ্যে একটি পৃথক আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনা ইতিবাচক হলে প্রেসিডেন্টের দপ্তর ‘শীতল নিবাস’-এ চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে সামাজিক মাধ্যমে তরুণদের মধ্যে কাঠমান্ডুর বর্তমান মেয়র বালেন্দ্র শাহ ওরফে বালেনকে প্রধানমন্ত্রী হিসেবে চাওয়ার দাবি উঠলেও, তিনি নিজেই সুশীলা কারকির প্রতি সমর্থন জানিয়েছেন। এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বালেন বলেন, “সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিলে নিরপেক্ষ ও দ্রুত নির্বাচনের পথ তৈরি হবে।”
সেনাপ্রধান ইতোমধ্যে জেন-জির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বলেও জানিয়েছে এএফপি। সেখানে উপস্থিত রক্ষা বাম নামে এক তরুণ জানান, তারা এখন প্রেসিডেন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছেন।
৭৩ বছর বয়সী সুশীলা কারকি নেপালের সুপ্রিম কোর্টের প্রথম নারী প্রধান বিচারপতি। শিক্ষাবিদ হিসেবেও তিনি পরিচিত। তিনি বলেন, “সংসদ এখনো টিকে আছে। এই পরিস্থিতিতে সব পক্ষকে নিয়ে সমাধানের পথ খুঁজতে হবে।”
তবে নেপালের সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের মধ্য থেকেই নতুন সরকার গঠনের কথা। কিন্তু বর্তমানে অনেক নেতাই দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
১১৫ বার পড়া হয়েছে