সর্বশেষ

জাতীয়জাতির উদ্দেশে ভাষণ: ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি
মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর: সিইসি
২২ জানুয়ারি থেকে শুরু সংসদ নির্বাচনের প্রচারণা শুরু
প্রধান বিচারপতির হাতে সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন
মা-মেয়েকে হত্যা: গৃহকর্মীর ৬ দিন, স্বামীর ৩ দিনের রিমান্ড
হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক ছাড় দিলো এনবিআর
ঢাকায় ইন্দোনেশিয়ার দূতাবাসে ২১ দিনের জন্য ভিসা সেবা বন্ধ
সারাদেশতানোরে নলকূপের পাইপ থেকে শিশু উদ্ধার, হাসপাতালে মৃত ঘোষণা
আবারও ভূমিকম্প, ৫ মিনিটের ব্যবধানে দু'বার কেঁপেছে সিলেট
মীরসরাইয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
আন্তর্জাতিকমিয়ানমারে হাসপাতালে বিমান হামলায় কমপক্ষে ৩১ নিহত
ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা
খেলারদ্রিগোর গোলেও ম্যানসিটির কাছে হার রিয়াল মাদ্রিদের
রাজনীতি

শহীদ তাজউদ্দীন হলে ২৫ মিনিট ভোট বন্ধ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবিযুক্ত ভোটার তালিকা না থাকা এবং ভোটদানের পর আঙুলে কালির চিহ্ন না রাখায় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হলে প্রায় আধাঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ভোট শুরুর পরই অভিযোগ ওঠে, তাজউদ্দীন হলে ব্যবহৃত ভোটার তালিকায় ভোটারদের ছবি সংযুক্ত ছিল না। একইসঙ্গে ভোট দেওয়ার পর ভোটারদের আঙুলে কোনো কালি বা মার্কারও ব্যবহার করা হয়নি, যা ভোটার শনাক্তকরণে বড় একটি ঘাটতি বলে অভিযোগ করেন প্রার্থীরা।

প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং ভোটার আলমগীর রুবেল বলেন, “ছবিসংবলিত ইনডেক্স কার্ড সহজেই পরিবর্তন করা সম্ভব। তাই ভোটার তালিকায় ছবি না থাকলে একজনের জায়গায় আরেকজন ভোট দিতে পারে। আবার কালি না থাকায় জাল ভোট চিহ্নিত করার উপায়ও নেই।”

ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় নির্বাচন মনিটরিং কমিটির সদস্য সালেহ আহম্মদ জানান, “১৫৩টি ভোটের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এসব ভোটারের আঙুলে কোনো কালি ছিল না এবং তারা যেই তালিকা থেকে ভোট দিয়েছেন, তাতে কোনো ছবি ছিল না। আমরা বিষয়টি চিহ্নিত করে আলাদা করেছি, পরবর্তীতে যাচাই করা হবে।”

তবে রিটার্নিং অফিসার ড. আলমগীর কবির বলেন, “আঙুলে কালি দেওয়া এবং ভোটার তালিকায় ছবি থাকা বাধ্যতামূলক ছিল না, এটি ঐচ্ছিক ছিল। নির্বাচন কমিশন এ বিষয়ে নির্দিষ্ট কোনো নির্দেশনা দেয়নি। তবে যেসব অভিযোগ এসেছে, তা তদন্ত করে দেখা হবে।”

ভোটার ও শিক্ষা ও গবেষণা সম্পাদক পদপ্রার্থী সুকান্ত বর্মন বলেন, “এ কেন্দ্রে ছবিযুক্ত ভোটার তালিকা ও আঙুলে কালির ব্যবহার না থাকায় ভোটার শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এতে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে।”

প্রাথমিক বিশৃঙ্খলার পর ছবিসহ ভোটার তালিকা যুক্ত করা হলে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

২১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন