ব্যালট পেপারে ভুল, ভোটারদের মধ্যে বিভ্রান্তি

বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদ নির্বাচনে ব্যালট পেপারে নির্দেশনার ভুলের কারণে ভোটারদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর এই সমস্যা সামনে আসে।
কার্যকরী সদস্য পদের ভোটে ভোটাররা তিনজন প্রার্থীকে ভোট দেওয়ার কথা থাকলেও ব্যালট পেপারে উল্লেখ ছিল শুধুমাত্র একজন প্রার্থীর পাশে টিকচিহ্ন দিতে। এতে অনেক শিক্ষার্থী ভোট প্রদানের সময় দ্বিধায় পড়েন।
এ বিষয়ে হলের পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মণ্ডল জানান, “বিষয়টি দ্রুত নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এছাড়া ভোটারদের বিষয়টি বুঝিয়ে বলা হচ্ছে যেন তারা নিয়ম অনুযায়ী তিনজন প্রার্থীকে ভোট দেন।”
উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর এবার অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন, যার মধ্যে ৫ হাজার ৭২৮ জন ছাত্রী এবং ৬ হাজার ১৫ জন ছাত্র। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৭ জন প্রার্থী।
১৩০ বার পড়া হয়েছে