রাজনীতি
সংবিধান প্রণেতা, বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন বার্ধক্যজনিত অসুস্থতা ও শারীরিক জটিলতার কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে ভর্তি ড. কামাল হোসেন, শারীরিক অবস্থার উন্নতি

স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সংবিধান প্রণেতা, বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন বার্ধক্যজনিত অসুস্থতা ও শারীরিক জটিলতার কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে জানান, ড. কামাল হোসেনকে গত রোববার (৭ সেপ্টেম্বর) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আরও জানান, ড. কামাল হোসেন দীর্ঘদিন ধরে ইউরিন সমস্যায় ভুগছিলেন। সাম্প্রতিক দিনগুলোতে শারীরিক দুর্বলতা বেড়ে গেলে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি দেশবাসীর কাছে ড. কামাল হোসেনের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
১১২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর