সর্বশেষ

শিক্ষা

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত কার্যক্রম শুরু হচ্ছে আজ রোববার, ৭ সেপ্টেম্বর। নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে স্ব-স্ব কলেজে গিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। এই প্রক্রিয়া চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

শনিবার (৬ সেপ্টেম্বর) একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্ধারিত কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করে নির্বাচন বা মাইগ্রেশনের ফলাফলের পিডিএফ কপি ডাউনলোড করতে পারবে। এ কপি এবং নির্ধারিত ভর্তি ফি জমা দিয়ে কলেজে গিয়ে ভর্তি হতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

কোথায় কত টাকা ভর্তি ফি?
বর্তমান শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা অনুযায়ী, এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ ফি নির্ধারিত হয়েছে:

ঢাকা মেট্রোপলিটন এলাকায় (বাংলা ও ইংরেজি ভার্সন): ৫ হাজার টাকা
অন্যান্য মেট্রোপলিটন শহর (ঢাকা ছাড়া): ৩ হাজার টাকা
জেলা শহর: ২ হাজার টাকা
উপজেলা ও মফস্বল: দেড় হাজার টাকা
অন্যদিকে, নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ফি কিছুটা বেশি। উদাহরণস্বরূপ:

ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে: ৭,৫০০ টাকা
ইংরেজি ভার্সনে: ৮,৫০০ টাকা
জেলায়: ৩ হাজার (বাংলা) ও ২,৫০০ (ইংরেজি) টাকা
উপজেলা ও মফস্বলে: ২,৫০০ (বাংলা) ও ৩,০০০ (ইংরেজি) টাকা
কলেজ পরিবর্তনের ক্ষেত্রে সতর্কতা

শিক্ষা বোর্ডের অনুমতি ছাড়া একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার পর কোনো শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দেওয়া যাবে না। একইসঙ্গে, বোর্ড অনুমোদন ছাড়া অন্য কলেজে ভর্তি করাও যাবে না।

তবে বোর্ডের অনুমতি সাপেক্ষে ছাড়পত্রের ভিত্তিতে অন্য প্রতিষ্ঠানে ভর্তি হলে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১৫ দিনের মধ্যে রেজিস্ট্রেশন ফিসহ প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষা বোর্ডে জমা দিতে হবে।
 

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন