নড়াইলের কালিয়ায় খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের কালিয়া উপজেলার হাচলা গ্রামে একটি খাল থেকে সোহাগ মোল্যা (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সোহাগ মোল্যা উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের হাচলা গ্রামের বাসিন্দা এবং সফি মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ভাত খেয়ে বাড়ি থেকে বের হন সোহাগ। এরপর রাতে তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার দিকে হাচলা গ্রামের খালে একটি মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা কালিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরিবার ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সোহাগ মোল্যার বলে শনাক্ত করে। পরিবারের দাবি, সোহাগ দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১১২ বার পড়া হয়েছে