ডা. মোঃ ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ২:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোঃ ইব্রাহিম-এর ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি, মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হসপিটালের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গনে আজ শনিবার সকাল ১০টায় এক আলোচনা সভা, দোয়া মাহফিল এবং বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি, জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. এসআর খান।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বার্ডেম-এর মহাপরিচালক প্রফেসর ডা. মির্জা মাহাবুবুল হাসান ফয়সাল, বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রফেসর ডা. জাহিদ রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও ডিএবি কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক ডা. নাসিমুল বারী বাপ্পী।
এছাড়াও বক্তব্য রাখবেন অন্যান্য চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লালটু। সাধারণ সম্পাদনায় আছেন মোহাম্মদ মোশফিকুর রহমান টারলিন।
অনুষ্ঠান শেষে উপস্থিত রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হবে।
উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলেই আমন্ত্রিত।
১২৯ বার পড়া হয়েছে