সর্বশেষ

জাতীয়দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের বৈঠক
শেখ হাসিনার দপ্তর ও গণভবনের খাবারের বিল বাকি আড়াই কোটি
বিশেষ চাহিদাসম্পন্নদের পাশে থাকার অঙ্গীকার তারেক রহমানের
সারাদেশ২১ বছর পর টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি
শেরপুরে জামায়াত নেতার মৃত্যু: তিন দিন পর হত্যা মামলা দায়ের
আন্তর্জাতিকইরানে শাসন পরিবর্তনে ‘সুনির্দিষ্ট লক্ষ্যে’ হামলার পরিকল্পনা ট্রাম্পের
মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ২১৮ অবৈধ অভিবাসী আটক
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ ৮:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

শ্যামনগর মাইক্রোবাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে পরিণত হয়। এতে অংশগ্রহণ করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান মনির। তিনি বর্তমান সরকারকে একাধিক ‘ডামি নির্বাচন’ আয়োজনের অভিযোগ এনে বলেন, “গত ১৭ বছরে সংবিধানের দোহাই দিয়ে দিনের ভোট রাতে করে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে আওয়ামী লীগ।”

তিনি জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বলেন, “যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছে, বিএনপির ছায়াতলে থেকে রাজনীতি করার সুযোগ পেয়েছে, তারাই আজ নতুন ষড়যন্ত্রে লিপ্ত। তারা চায় না বাংলাদেশ শান্ত থাকুক। পিআর পদ্ধতির মতো ভ্রান্ত ধারায় নির্বাচন চায়, যাতে ভোট হয় এক জায়গায় আর এমপি হয় অন্যত্র।”

ড. মনির অভিযোগ করেন, “ইসলামের লেবাসধারী কিছু গোষ্ঠী ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে। অথচ পৃথিবীর কোনো প্রকৃত আলেম এটা করতে পারেন না। এদের মুনাফেকী চেহারা জাতির সামনে উন্মোচিত হয়েছে। এখন সময় এসেছে এদেরকে চিহ্নিত করে প্রতিহত করার।”

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আগামী নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার গঠিত হবে। সেই ভোটে তারেক রহমানের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে।” তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে ভূমিকা রাখার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক সোলায়মান কবির, সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরীপুর ইউপির সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেক, এবং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ভুরুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান জি.এম. লিয়াকত আলী প্রমুখ।

২৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন