সর্বশেষ

আইন-আদালত

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন নিয়ে আর কোনো বাধা নেই, আপিল বিভাগের রায়

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিতের যে আদেশ চেম্বার জজ আদালত দিয়েছিল, তা বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ফলে আসন্ন ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচনে কোনো আইনি বাধা থাকল না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

এর আগে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন দাখিল করেন ফাহমিদা আলম নামের এক শিক্ষার্থী। রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট তার প্রার্থিতা নিয়ে আদেশ দেন, যা পরে চেম্বার জজ আদালত স্থগিত করে।

আজকের আপিল বিভাগের আদেশে সেই স্থগিতাদেশ বহাল থাকায় এস এম ফরহাদের প্রার্থিতা বহাল থাকছে এবং নির্বাচন আয়োজনের পথে আর কোনো আইনি প্রতিবন্ধকতা নেই।

রিটকারীর আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করা অ্যাডভোকেট শিশির মনির জানান, রিটকারী নিজে কোনো প্রার্থী নন এবং ব্যক্তিগতভাবে কোনো ক্ষতিগ্রস্ত পক্ষও নন। তাই তাঁর রিটের আইনি ভিত্তি নেই বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “ডাকসু নির্বাচন ব্যাহত করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ রিটটি দায়ের করা হয়েছে।”

অভিযোগ অস্বীকার ফরহাদের আইনজীবীর

এস এম ফরহাদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার ইমরান এ সিদ্দিকী বলেন, ফরহাদের বিরুদ্ধে যে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে, তা ভিত্তিহীন। তিনি জানান, “ফারসি বিভাগে ‘এস এম ফরহাদ’ নামে আরও একজন ছাত্র আছেন যিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু এ ফরহাদ ভিন্ন ব্যক্তি।”

সবশেষে, আপিল বিভাগের আদেশের ফলে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচনে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
 

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন