খুলনায় রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিক বুলুর মরদেহ উদ্ধার

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ২:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনার রূপসা নদীতে অবস্থিত খান জাহান আলী (রূপসা) সেতুর নিচ থেকে প্রবীণ সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যা ৭টার দিকে সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বেল্লাহ হোসেন জানান, মরদেহ উদ্ধারের সময় বুলুর পরনে ছিল ব্লু রঙের গ্যাবার্ডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার মুখমণ্ডল ও ডান হাতে আঘাতের চিহ্ন ছিল। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় শনাক্ত করা হয়।
প্রায় তিন দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন ওয়াহেদ-উজ-জামান বুলু। কর্মজীবনে তিনি চ্যানেল ওয়ান, দৈনিক ভোরের কাগজ, বঙ্গবাণী, দৈনিক প্রবাহসহ একাধিক গণমাধ্যমে কাজ করেছেন। সর্বশেষ তিনি ‘দৈনিক সংবাদ প্রতিদিন’-এর সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বুলু খুলনা মহানগরীর শিববাড়ি মোড় এলাকার পৈতৃক বাড়িতে বসবাস করতেন। তিনি খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য ছিলেন।
এ ঘটনার পেছনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
১৩৭ বার পড়া হয়েছে