সর্বশেষ

আন্তর্জাতিক

ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপ ‘অবৈধ’: যুক্তরাষ্ট্রের আদালতের রায়

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৪:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অধিকাংশ শুল্ককে ‘অবৈধ’ ঘোষণা করেছে।

আদালতের মতে, এই শুল্ক আরোপ সংবিধান পরিপন্থি এবং কংগ্রেসের ক্ষমতার লঙ্ঘন।

৭-৪ ভোটে দেওয়া এই রায়ে বলা হয়, ট্রাম্প আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (International Emergency Economic Powers Act - IEEPA) ব্যবহার করে যেসব শুল্ক আরোপ করেছিলেন, তা আইনি ভিত্তিহীন। আদালত স্পষ্ট করে জানায়, শুল্ক আরোপের ক্ষমতা কেবল কংগ্রেসের রয়েছে; প্রেসিডেন্টের নয়।

রায়টি কার্যকর হবে আগামী ১৪ অক্টোবর থেকে। তবে হোয়াইট হাউস চাইলে এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে আপিল করতে পারবে। বিশ্লেষকদের ধারণা, এই মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে।

প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প চীন, মেক্সিকো এবং কানাডাসহ বিশ্বের বহু দেশের পণ্যের ওপর একতরফাভাবে শুল্ক আরোপ করেন। তিনি যুক্তি দেন, মার্কিন বাণিজ্য ভারসাম্যহীনতা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে এবং এটি মোকাবিলায় জরুরি অর্থনৈতিক ক্ষমতা প্রয়োগ করা হচ্ছে।

তবে আদালত জানিয়েছে, এ ধরনের পদক্ষেপ প্রেসিডেন্টের একক ক্ষমতার মধ্যে পড়ে না।

রায়ের পর ‘ট্রুথ সোশ্যাল’-এ এক প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প বলেন, “এই রায় যদি বহাল থাকে, তাহলে এটি আমেরিকার জন্য ধ্বংসাত্মক হবে। এটি আমাদের অর্থনীতিকে দুর্বল করে দেবে।”
তিনি আরও দাবি করেন, “আদালতের এই সিদ্ধান্ত ভুল এবং শেষ পর্যন্ত আমেরিকাই জিতবে।”

বিশেষজ্ঞরা বলছেন, আদালতের এই রায় শুধু ট্রাম্প প্রশাসনের নয়, ভবিষ্যৎ প্রেসিডেন্টদের অর্থনৈতিক ও বৈদেশিক নীতির ক্ষেত্রেও একটি দৃষ্টান্ত স্থাপন করবে।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন