সর্বশেষ

জাতীয়

তরুণদের হাতেই ভবিষ্যতের রাজনীতি: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ১০:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশে রাজনীতির গুণগত পরিবর্তনে তরুণদের ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, “আমরা আর পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না। আগামীর বাংলাদেশে তরুণরাই রাজনীতিতে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আনবে—এই বিশ্বাস আমার দৃঢ়।”

শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত 'বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুইদিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান ঢাকা ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স (দায়রা)।

তৌহিদ হোসেন আরও বলেন, “স্বাধীনতার এত বছর পরও আমাদের সাংবিধানিক ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যথেষ্ট শক্তিশালী হয়ে উঠতে পারেনি। এর পেছনে রাজনৈতিক সংস্কৃতির ঘাটতি অন্যতম কারণ। এই সংস্কৃতিতে আমূল পরিবর্তন আনতেই হবে।”

রাজনীতিকে শুধু ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে না দেখে তা দেশ গঠনের মাধ্যম হিসেবে বিবেচনার আহ্বান জানান তিনি। “শুধু দায়িত্বে যাওয়া মানেই রাজনীতি নয়—এই উপলব্ধি সবার মধ্যে থাকা জরুরি,” বলেন উপদেষ্টা।

অনুষ্ঠানে তিনি রোহিঙ্গা সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি সতর্ক করে বলেন, “রোহিঙ্গাদের প্রত্যাবাসনের কার্যকর উদ্যোগ না নিলে আগামী দশকজুড়েই এই অঞ্চলের মানুষকে এর বিরূপ প্রভাব বহন করতে হবে।”

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানসহ দেশি-বিদেশি গবেষক ও নীতিনির্ধারকেরা অংশ নেন।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন