সর্বশেষ

আন্তর্জাতিক

সৌদি আরবে ৬০ লাখ শিক্ষার্থীর জন্য চালু হচ্ছে এআই পাঠ্যক্রম

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবের শিক্ষা খাতে আসছে বড় ধরনের পরিবর্তন। আগামী ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে দেশটির সরকারি স্কুলগুলোতে প্রায় ৬০ লাখ শিক্ষার্থী পড়বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক নতুন পাঠ্যক্রমে।

এটি দেশটির শিক্ষাব্যবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এই উদ্যোগ বাস্তবায়নে একসঙ্গে কাজ করছে সৌদি শিক্ষা মন্ত্রণালয়, ন্যাশনাল সেন্টার ফর কারিকুলাম, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, এবং সৌদি ডেটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথরিটি (SDAIA)।

ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে এআই শিক্ষা
নতুন পাঠ্যক্রমের মাধ্যমে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা শেখার সুযোগ পাবে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে কাজ করে এবং কীভাবে এটি আধুনিক জীবনের সমস্যা সমাধানে ব্যবহৃত হয়। এতে করে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত চিন্তাধারার বিকাশ ঘটবে, যা ভবিষ্যতের কর্মবাজারের জন্য তাদের প্রস্তুত করবে।

ভিশন ২০৩০-এর সঙ্গে সঙ্গতি
এই উদ্যোগ সৌদি ভিশন ২০৩০-এর সঙ্গে সরাসরি যুক্ত। ভিশনের অন্যতম লক্ষ্য হলো প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা, যেখানে মানবসম্পদ হবে দক্ষ ও ভবিষ্যতপ্রস্তুত। এআই কারিকুলাম শুধু দেশীয় পর্যায়েই নয়, সৌদি আরবকে বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতায়ও এগিয়ে নিতে সহায়তা করবে।

শিক্ষকদের দক্ষতা উন্নয়নে পদক্ষেপ
SDAIA এবং শিক্ষা মন্ত্রণালয় মিলে শিক্ষকদের জন্য এআই বিষয়ে নির্দেশিকা তৈরি করেছে, যাতে তারা ক্লাসে এআই পাঠদান দক্ষতার সঙ্গে করতে পারেন। পাশাপাশি, স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহযোগিতায় শিক্ষক প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

Education Intelligence নামে একটি মানদণ্ড-ভিত্তিক কাঠামো তৈরি করেছে SDAIA ও Education and Training Evaluation Commission, যার মাধ্যমে দেশের এআই শিক্ষানীতিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে।

এআই দক্ষতায় ১০ লাখ নাগরিককে প্রশিক্ষণ
SDAIA, শিক্ষা মন্ত্রণালয় এবং মানবসম্পদ মন্ত্রণালয় মিলে চালু করেছে "সামাই" উদ্যোগ, যার লক্ষ্য ১০ লাখ সৌদি নাগরিককে এআই প্রশিক্ষণ দেওয়া। এরই মধ্যে ৫ লাখের বেশি মানুষ এই কার্যক্রমে অংশগ্রহণে নিবন্ধন করেছেন।

আন্তর্জাতিক শিক্ষার সুযোগ
এআই ও ডেটা সায়েন্সে উচ্চশিক্ষার জন্য মেধাবী শিক্ষার্থীদের বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানোর লক্ষ্যে শুরু হয়েছে AI Scholarship Program, যা "Custodian of the Two Holy Mosques" স্কলারশিপ প্রোগ্রামের অধীনে পরিচালিত।

এছাড়া, আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান NVIDIA'র সহায়তায় সৌদি আরব চালু করেছে Generative AI Academy, যার মাধ্যমে নতুন প্রজন্মকে উন্নত প্রযুক্তির জগতে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হচ্ছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন