সর্বশেষ

সারাদেশ

বরিশালে শুল্ক ফাঁকি দেওয়া আমদানিকৃত সিগারেট ও বিড়ি জব্দ

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি

বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ ১০:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শুল্ক ও কর ফাঁকি দিয়ে আমদানি করা বিপুল পরিমাণ সিগারেট ও বিড়ি জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের বরিশাল সার্কেল-২ এর কর্মকর্তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বরিশাল সার্কেলের রাজস্ব কর্মকর্তা আবু সুফিয়ান জানান, গত ২৭ আগস্ট গৌরনদী উপজেলার টরকী বন্দরের কয়েকটি দোকানে অভিযান চালানো হয়। অভিযানে হিরা লাল বণিক, তমাল স্টোর ও বিসমিল্লাহ স্টোরে অননুমোদিতভাবে মজুত রাখা সিগারেট ও বিড়ি পাওয়া যায়।

হিরা লাল বণিকের দোকানের দোতলায় টিনের চালের কার্নিশে লুকিয়ে রাখা অবস্থায় জাল ব্যান্ডরোলযুক্ত তিন হাজার ৬০০ শলাকা হলিউড ব্র্যান্ডের সিগারেট এবং নয় হাজার ৭৫০ শলাকা আকিজ বিড়ি উদ্ধার করা হয়, যেগুলোর ব্যান্ডরোলও ছিল নকল।

আবু সুফিয়ান আরও জানান, এসব পণ্যের বিপরীতে শুল্ক ও কর পরিশোধ করা হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ভবিষ্যতেও শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাত করা পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন