স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ, গাবতলী ও টেকনিক্যাল মোড় অবরোধ

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৭:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভে নেমেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (BUHS)-এর শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে তারা রাজধানীর গাবতলী ও টেকনিক্যাল মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন, ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ক্যাম্পাস না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাদের দাবি, দ্রুততম সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন না হলে শিক্ষাবর্ষ সংকটে পড়বে।
শিক্ষার্থীরা আরও জানান, ইতোমধ্যে দুইদিন ধরে তারা মানববন্ধন করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। কিন্তু কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন।
তারা বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনায় অনিয়ম ও গাফিলতির জন্য ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে আজাদ খানের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তারা। একইসঙ্গে তিনি স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধান এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয়টির প্রতি পর্যাপ্ত মনোযোগ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তাদের।
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
১৪৫ বার পড়া হয়েছে