সর্বশেষ

জাতীয়

বকেয়া বেতনের দাবিতে বনানীতে শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৫:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর বনানীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিকরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এই অবরোধ শুরু হয়।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, সকাল থেকেই প্রতিষ্ঠানটির শ্রমিকরা বেতন পরিশোধের দাবিতে চেয়ারম্যান বাড়ি সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। এতে করে মহাখালী থেকে বনানী পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে একটি ফেসবুক পোস্টে জানানো হয়, মাসুদ অ্যাপারেলসের কর্মীরা চেয়ারম্যান বাড়ি ইউটার্ন এলাকায় অবস্থান নিয়ে মহাখালী-উত্তরামুখী রুটে যান চলাচল বন্ধ করে দেন। তবে উত্তরা থেকে আসা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যানজট এড়াতে বিকল্প রুট হিসেবে আমতলী-গুলশান ১-গুলশান ২ হয়ে নতুনবাজার অথবা বনানী ২৭ নম্বর সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

গার্মেন্টস শ্রমিকদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না। বিষয়টি নিয়ে বারবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সমাধান আসেনি। তাই তারা রাস্তায় নেমে বিক্ষোভ করতে বাধ্য হয়েছেন।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন