সর্বশেষ

সারাদেশ

চর সাদীপুরকে পাবনার সঙ্গে অন্তর্ভুক্তি ষড়যন্ত্রের বিরুদ্ধে স্মারকলিপি

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া প্রতিনিধি

সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ ২:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর সাদীপুর ইউনিয়নকে পাবনার সঙ্গে অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র প্রতিহতের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

আজ সোমবার এই স্মারকলিপি প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার কৃতি সন্তান ব্যারিস্টার তারেক বিন আজিজ, জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক ও স্পেশাল পিপি অ্যাডভোকেট শামীমুল হাসান অপু, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত জিপি এ্যাডঃ এস এম শাতিল মাহমুদ, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোন্দকার সামসুজ্জাহিদ প্রমুখ।

এর আগে স্থানীয়রা ‘মা, মাটি, মোহনা, আমরা পাবনা যাব না’ শ্লোগানে মানববন্ধন করে স্থানীয়রা। এসময় তারা বলেন, প্রায় ২৫ বর্গমাইল আয়তনের এই চর সাদীপুর ইউনিয়ন ১৯৯৮ সালে গঠিত হয়। সেখানে বর্তমানে ৯টি গ্রামে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। এই ইউনিয়নটি উপজেলা শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার এবং জেলা শহর থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে অবস্থিত। এর উত্তর ও পশ্চিমে রয়েছে পাবনার হেমায়েতপুর ও দৌগাছি ইউনিয়ন। ১৯৬২ সালের আগে পর্যন্ত এটি পাবনা সদরের সঙ্গে যুক্ত ছিল। 

জানা গেছে, পদ্মা নদীর তীর ঘেঁষে এই ইউনিয়নের বাসিন্দারা প্রায় ছয় কিলোমিটার নদীর বুকের উপর দিয়ে কুষ্টিয়া জেলা ও কুমারখালী উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছেন। বর্ষা মৌসুমে যাতায়াতের একমাত্র বাহন ইঞ্জিনচালিত নৌকা। শুষ্ক মৌসুমে নদীর অধিকাংশ জুড়ে চর জাগে, তখন পানিতে নৌকা ও চরে ইজিবাইক, বাইসাইকেল, মোটরসাইকেল এবং পায়ে হেঁটে যাতায়াত করতে হয়। এসব কারণে অতিরিক্ত অর্থ ব্যয় এবং সময় অপচয়ের পাশাপাশি চরম ভোগান্তির শিকার হন তারা।

ভৌগলিক এই পরিস্থিতি ও জনস্বার্থের বিষয়টি গুরুত্ব দিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। এ কারণে সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয় চর সাদীপুর ইউনিয়নকে পাবনার সঙ্গে যুক্ত করার বিষয়ে তদন্ত শুরু করেছে।

স্থানীয়রা এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছেন, যেন তাদের আদি ও ঐতিহ্যবাহী এই ইউনিয়নকে অবৈধভাবে অন্য এলাকায় অন্তর্ভুক্ত না করা হয়।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন