সর্বশেষ

আন্তর্জাতিক

মারা গেলেন ‘বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক’ ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের প্রখ্যাত অবসরপ্রাপ্ত বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও আর নেই। অগ্ন্যাশয়ের ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।

‘কট ইন প্রভিডেন্স’ নামের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পান ক্যাপ্রিও। আদালতের কাজ পরিচালনার সময় তার সহানুভূতিশীল আচরণ, রসবোধ ও মানবিকতা তাকে এনে দেয় আলাদা খ্যাতি। সাধারণত ট্রাফিক আইনের ছোটখাটো লঙ্ঘন বা সামান্য অপরাধে হাজির হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে তিনি উদারতা দেখিয়ে বহুবার জরিমানা মওকুফ করেছেন। তার এই মানবিক বিচার প্রক্রিয়ার ভিডিও সামাজিক মাধ্যমে শত কোটিরও বেশি বার দেখা হয়েছে।

ভিডিওগুলোতে দেখা যেত—তিনি বিচারপ্রার্থীদের গল্প মনোযোগ দিয়ে শুনতেন, কখনো কখনো শিশুদের বিচারকের আসনে বসিয়ে রায় দেওয়ার সুযোগ করে দিতেন। ক্যাপ্রিওর মতে, “আইন সবার জন্য সমান হলেও অনেক নিম্ন আয়ের মানুষ ন্যায্য আইনি সহায়তা পান না।”

রোড আইল্যান্ডের গভর্নর ড্যান ম্যাককি এক শোকবার্তায় বলেন, “বিচারক ক্যাপ্রিও শুধু আইন প্রয়োগ করেননি, তিনি ছিলেন মানবিকতার প্রতীক।”

চার দশকের বেশি সময় বিচারক হিসেবে দায়িত্ব পালনের পর ২০২৩ সালে তিনি অবসর নেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বিশ্বাস করতেন—ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব দয়া, ন্যায্যতা ও সহানুভূতির মাধ্যমে।

২৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন