টিসিবি লাইনে দেখা মিলছে মধ্যবিত্তের সঙ্গে মেসের শিক্ষার্থীদের

বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ ৭:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
হঠাৎ বেড়ে যাওয়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন সংসার চালানো আরও কঠিন করে তুলেছে সাধারণ মানুষের জন্য।
চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় পণ্যের মূল্যের এই ঊর্ধ্বগতি শুধু নিম্নবিত্ত নয়, মধ্যবিত্ত পরিবারের মধ্যেও আর্থিক চাপ সৃষ্টি করেছে। ফলে, এখন টিসিবির ট্রাকে সাশ্রয়ী দামে পণ্য কিনতে ছুটছেন মধ্যবিত্তরা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, শুধু সাধারণ মধ্যবিত্ত পরিবার নয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মেসে থাকা শিক্ষার্থীরাও টিসিবির লাইনে দাঁড়াচ্ছেন। বাজারের চড়া দামে পড়াশোনা ও জীবনের খরচ চালানো তাদের জন্য কঠিন হয়ে পড়ায়, মেসের আর্থিক দায় কমাতে তারা সপ্তাহে একদিন করে টিসিবির লাইনে দাঁড়িয়ে সাশ্রয়ী মূল্যে বাজার করছেন। কবি নজরুল কলেজের এক শিক্ষার্থী জানিয়েছেন, এই কারণে অনেক সময় ক্লাসও মিস করতে হয় তাদের।
টিসিবির কর্মীদের বরাত দিয়ে জানা যায়, বর্তমানে ট্রাক থেকে মূলত তিন ধরনের পণ্য—সয়াবিন তেল (প্রতি লিটার ১১৫ টাকা), মসুর ডাল (প্রতি কেজি ৭০ টাকা) ও চিনি (প্রতি কেজি ৮০ টাকা)—বিক্রি করা হচ্ছে। প্রতি ব্যক্তি সর্বোচ্চ দুই লিটার তেল, দুই কেজি ডাল ও এক কেজি চিনি কেনার সুযোগ পাচ্ছেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে মাছ, মাংস ও সবজির সরবরাহের জন্য দাবি উঠেছে।
রাজধানীর বিভিন্ন ট্রাক পয়েন্টে দেখা যায় সরকারি-বেসরকারি চাকরিজীবী, গৃহিণী থেকে শুরু করে শিক্ষার্থীরাও দীর্ঘ লাইন পাড়ি দিয়ে কম দামে পণ্য সংগ্রহ করছেন। অনেকে নাম প্রকাশ না করে বলছেন, বেতন অটল থাকলেও বাজারের বেড়ে যাওয়া দাম সামলানো সম্ভব না হওয়ায় টিসিবির পণ্যের ওপর নির্ভর করতে হচ্ছে।
টিসিবি সূত্রে জানা গেছে, দেশের প্রায় ৬৫ লাখ পরিবারের কাছে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে, যাদের মধ্যে সক্রিয় রয়েছে ৫৪ লাখ কার্ড। এই উদ্যোগে ভালো সাড়া মিললেও, ডালসহ কিছু পণ্যের মূল্য বাজারের সঙ্গে সামঞ্জস্য করতে হয়েছে।
সংস্থার বরাতে জানা গেছে, ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকাসহ বড় শহরগুলোতে মোট ৬০টি ট্রাকে প্রতিদিন পণ্য বিক্রি হচ্ছে এবং ক্রেতার সংখ্যা ক্রমশ বাড়ছে।
১০৯ বার পড়া হয়েছে