দেশে ভারি বৃষ্টির আশঙ্কা, ১০ জেলায় প্লাবনের সম্ভাবনা

বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামী কয়েকদিন দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কিছু জেলায় ভারি বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধির কারণে সাময়িক প্লাবনের আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে এক বিশেষ বার্তায় জানিয়েছে, ২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত ভারি বৃষ্টিপাতের প্রভাবে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে পারে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগে এবং ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম ও ত্রিপুরায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই সময়ে এসব এলাকায় ২০০ থেকে ২৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ফলে নদ-নদীর পানি বাড়ার কারণে দেশের ১০টি জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
উত্তরাঞ্চল:
২০ থেকে ২২ আগস্ট পর্যন্ত তিস্তা নদীর পানি বাড়তে পারে, যা নীলফামারী ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত করতে পারে।
দক্ষিণ-পূর্বাঞ্চল:
২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত ফেনী, মুহুরী, সিলোনিয়া, হালদা, সাঙ্গু, মাতামুহুরী, নোয়াখালী খাল ও রহমতখালি খাল নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। এর ফলে ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
উত্তর-পূর্বাঞ্চল:
একই সময়ে সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, লোভাছড়া, জাদুকাটা ও ঝালুখালি নদীর পানি বাড়তে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিচু এলাকাগুলোতে সাময়িক প্লাবনের সৃষ্টি হতে পারে।
পাউবো জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং প্রয়োজনে পরবর্তী সময়ে আরও সতর্কবার্তা দেওয়া হবে।
১২১ বার পড়া হয়েছে