সর্বশেষ

ধর্ম

২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুসলিম উম্মাহর কাছে পবিত্র মাহে রমজান এক আত্মশুদ্ধির মাস। মহান আল্লাহর নৈকট্য লাভের অন্যতম শ্রেষ্ঠ সুযোগ এই মাসের সিয়াম সাধনা।

২০২৬ সালে এ মহিমান্বিত মাসটি কবে শুরু হতে পারে— সে বিষয়ে পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিদরা।

মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, ২০২৬ সালের রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি। জ্যোতির্বিদদের মতে, তার আগের দিন অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা গেলে সেই রাতেই তারাবির নামাজ আদায় এবং পরদিন রোজা পালনের মধ্য দিয়ে শুরু হবে রমজান।

ইসলামিক ক্যালেন্ডার চন্দ্রচক্র অনুসারে নির্ধারিত হওয়ায় প্রতিটি মাস শুরু হয় নতুন চাঁদ দেখার পর। চন্দ্র মাসগুলো সৌর মাসের তুলনায় তুলনামূলকভাবে ছোট হওয়ায় প্রতিবছর ইসলামিক মাসগুলো ইংরেজি ক্যালেন্ডারের চেয়ে প্রায় ১০–১১ দিন আগেভাগে আসে।

ফলে রমজান মাস কখনো আসে শীতের রাতে, কখনো প্রচণ্ড গ্রীষ্মে কিংবা বর্ষার দিনে। ঋতু পরিবর্তনের এই বৈচিত্র্য রোজাদারদের জন্য এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়।

তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই চূড়ান্তভাবে রমজান মাসের সূচনার তারিখ নির্ধারিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ।

১৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন