সর্বশেষ

আন্তর্জাতিক

জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে নিহত ৭

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ৯:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসের ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

প্রশাসনের বরাতে জানানো হয়, শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত পৃথক দুটি দুর্যোগপূর্ণ ঘটনায় এই প্রাণহানি ঘটে। জেলার জোধ উপত্যকায় ভারী বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় পাঁচজন এবং জাংলো এলাকায় ভূমিধসে আরও দুইজনের মৃত্যু হয়।

কেন্দ্রীয় মন্ত্রী ও জম্মু-কাশ্মীরের উদম্পুরের সংসদ সদস্য ড. জিতেন্দ্র সিং এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানান, দুর্যোগে জাতীয় মহাসড়ক-৪৪, একটি রেললাইন এবং একটি পুলিশ স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, উদ্ধারকাজে সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী ও প্রশাসনের বিভিন্ন সংস্থা অংশ নিচ্ছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। মুখ্যমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, তিনি আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।

অপরদিকে, কাঠুয়া জেলা প্রশাসন ভারী বর্ষণের সতর্কতা জারি করে জনসাধারণকে নদী, খাল, নালা এবং পাহাড়ি অঞ্চলগুলোতে না যাওয়ার আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উঝ নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে।

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতেও কিশতওয়ার জেলায় ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জন প্রাণ হারান এবং শতাধিক মানুষ আহত হন। ওই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৮২ জন।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন