পাথর উত্তোলন: প্রশাসনের হস্তক্ষেপ চাইল সিলেট মহানগর বিএনপি

শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫ ১০:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেটের ভোলাগঞ্জসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
বিবৃতিতে তারা বলেন, ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা সহ আশপাশের অঞ্চলে পাথর ও বালু উত্তোলনের নামে যে ধরনের অবৈধ কর্মকাণ্ড চলছে, তা পরিবেশ, জনস্বার্থ এবং রাষ্ট্রীয় সম্পদের জন্য হুমকি। এসবের সঙ্গে যারা জড়িত, তারা দলমত নির্বিশেষে অপরাধী। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপি সবসময় সংগঠনের ভাবমূর্তি ও নীতিকে গুরুত্ব দিয়েছে। অতীতেও দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠলে দল তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতেও এই অবস্থান অব্যাহত থাকবে।
বিবৃতিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাসী। তিনি সংগঠনবিরোধী কর্মকাণ্ড, রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় চাঁদাবাজি, দখলবাজি ও দলীয় নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনকে সাময়িকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১১৯ বার পড়া হয়েছে