সর্বশেষ

রাজনীতি

চাঁদাবাজিতে উপদেষ্টার সম্পৃক্ততা আছে কি না তদন্ত চায় বিএনপি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ ১০:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর গুলশানে আলোচিত চাঁদাবাজির ঘটনার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গুলশানের ঘটনায় কে বা কারা জড়িত, তা নিরপেক্ষ তদন্তেই প্রকাশ পেতে পারে। যদি কোনো উপদেষ্টা জড়িত থাকেন, তবে তা জনসমক্ষে আসা উচিত। তদন্ত না হলে এই বিষয়টি নিয়ে জনমনে সন্দেহ বাড়বে।”

তিনি বলেন, “এই ঘটনার পেছনে রাজনৈতিক প্রভাব বা কর্তৃত্বের অপব্যবহার রয়েছে কিনা, তা খতিয়ে দেখা জরুরি। স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য উদঘাটন সম্ভব।”

সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদ আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেন। তিনি রাজনৈতিক দলগুলোকে বিভ্রান্তিকর বক্তব্য না দেওয়ার আহ্বান জানান এবং বলেন, “যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে কিংবা বর্জনের পথে হাঁটবে, তারা জাতীয় রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।”

অপুর স্বীকারোক্তিমূলক ভিডিও ও বিতর্ক
এর আগে বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু দাবি করেন, গুলশানের এক হোটেলের সামনে ভোরবেলায় একজন উপদেষ্টার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল।

এই ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। বৃহস্পতিবার জাতীয় জাদুঘরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অপু’র স্ত্রী কাজী আনিশা অভিযোগ করেন, “এই স্বীকারোক্তি তাকে জোর করে আদায় করা হয়েছে। একজন বিএনপি নেতা অপুকে এই কথা বলাতে বাধ্য করেছেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন