সর্বশেষ

আন্তর্জাতিক

করাচিতে স্বাধীনতা দিবসে ফাঁকা গুলিতে প্রাণ গেল ৩ জনের, আহত ৬৪

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ ৫:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবস উদ্‌যাপন করতে গিয়ে করাচিতে ফাঁকা গুলির ঘটনায় অন্তত তিনজন নিহত এবং ৬৪ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি ও একটি আট বছর বয়সী শিশু রয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

স্থানীয় সময় বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত করাচির বিভিন্ন এলাকায় গুলিবর্ষণের এসব ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতের মধ্যে করাচির আজিজাবাদ এলাকায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে শিশুটি, আর কোরাঙ্গি এলাকায় নিহত হয়েছেন স্টিফেন নামের এক ব্যক্তি। তৃতীয় নিহত ব্যক্তি সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।

করাচি মেট্রোপলিটন পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, লিয়াকতাবাদ, কোরাঙ্গি, লায়ারি, মেহমুদাবাদ, আখতার কলোনি, কেমারি, ওরাঙ্গি টাউন, পাপোশ নগর, শরিফাবাদ, জামান টাউন এবং উত্তর নাজিমাবাদসহ বহু এলাকা থেকে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ২০ জনের বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আধুনিক আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি জব্দ করা হয়েছে। মামলাও দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

করাচির পুলিশপ্রধান এক বিবৃতিতে বলেন, “ফাঁকা গুলি ছোড়া এক বেপরোয়া ও বিপজ্জনক কাজ। স্বাধীনতা দিবস উদ্‌যাপন অবশ্যই নিরাপদ এবং দায়িত্বশীল উপায়ে হওয়া উচিত।” তিনি আরও জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এ ধরনের ঘটনা করাচিতে নতুন নয়। গত বছর স্বাধীনতা দিবসে গুলিতে ৯৫ জন এবং তার আগের বছর ৮০ জন আহত হয়েছিল।

সাধারণ মানুষের প্রতি উদ্‌যাপনের পদ্ধতি পাল্টে নিরাপদ ও আইনসিদ্ধ পথে আনন্দ প্রকাশের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন