ঘোষিত সময়েই নির্বাচন হবে, ষড়যন্ত্র করে লাভ নেই : রাশেদ খান

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ৬:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, প্রধান উপদেষ্টার নির্ধারিত সময় অনুযায়ীই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি দাবি করেন, “আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে।”
বুধবার (১৩ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, “নির্বাচন বাধাগ্রস্ত করতে কেউ কেউ ১/১১’র মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এটি একপ্রকার জেদের প্রতিফলন, যেখানে কেউ নিজে ক্ষমতায় যেতে না পারলে অন্য কাউকে যেতেও দিতে চায় না। প্রয়োজনে হট্টগোল সৃষ্টি করে অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে।”
তিনি আরও জানান, ষড়যন্ত্র থাকলেও তা সফল হবে না। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করেই সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রধান উপদেষ্টা সম্পর্কে রাশেদ খান বলেন, “ছাত্রদের রাজনৈতিক দল গঠনের জন্য তিনি পর্যাপ্ত সময় দিয়েছেন। তবে সাম্প্রতিক সময়ের একের পর এক বিতর্ক তাকে এবং অন্যান্য উপদেষ্টাদের বিব্রত করেছে। এখন তারা আর কারও দায়িত্ব নিতে চান না। তাই শান্তিপূর্ণভাবে সংস্কার শেষ করে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন দিয়ে সসম্মানে সরে যেতে চান।”
ড. মুহাম্মদ ইউনূসের প্রতি ইঙ্গিত করে তিনি লেখেন, “তিনি (প্রধান উপদেষ্টা) কারও ফাঁদে পড়ে নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। বরং রাজনৈতিক দলগুলোর উচিত এখনই মাঠে নেমে জনগণের কাছে নিজেদের লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরা।”
তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বাগাড়ম্বর ও ষড়যন্ত্রের পথ ছেড়ে তৃণমূলে মানুষের দ্বারে দ্বারে গিয়ে কাজ করুন। এটাই আপনারা সবচেয়ে বেশি উপকৃত হবেন।”
১৭৬ বার পড়া হয়েছে