সর্বশেষ

বিনোদন

কন্যাকে নিয়ে অনধিকার চর্চায় ক্ষোভ জানালেন পরীমণি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ৯:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চিত্রনায়িকা পরীমণিকে ঘিরে সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছে—তিনি নাকি তার দত্তক কন্যা প্রিয়মকে পরিবার থেকে সরিয়ে দিয়েছেন।

এ ছাড়া অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন তিনি প্রিয়মকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তেমন কিছু প্রকাশ করেন না, অথচ নিজের একমাত্র ছেলে পদ্মকে নিয়ে নিয়মিত পোস্ট দেন।

এসব অভিযোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পরীমণি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি ভিডিওসহ দীর্ঘ এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

ভিডিওতে দেখা যায়, ছেলে ও মেয়েকে নিজ হাতে খাওয়াচ্ছেন পরী। এর সঙ্গে দেওয়া পোস্টে তিনি লিখেছেন,

“কিছুদিন ধরে লক্ষ্য করছি, কিছু অবাঞ্ছিত মানুষ আমার মেয়েকে নিয়ে অযথা চিন্তিত হয়ে উঠেছে। কেউ আমাকে ট্যাগ করে, কেউ আবার কমেন্টে বলে—আপনার দত্তক মেয়েকে তো দেখি না! কই সেই মেয়ে? বারবার ‘দত্তক’ শব্দটা টেনে এনে যেন মজা নিচ্ছে।”
পরীমণি স্পষ্ট করে জানিয়ে দেন, সন্তানদের নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র তারই।

“আমার মেয়ে কোনো কনটেন্ট নয়। কিছু লোক দত্তক শব্দটা দিয়ে ক্যাপশন বানিয়ে ভিউ নিতে চায়। তারা যেন ভালো করে বুঝে নেয়, প্রিয়ম কোনো ব্যবসার উপকরণ না।”
তিনি আরও লেখেন,

“আমি চাইলে ছবি দিই, না চাইলে দিই না। এটুকু বোঝার বুদ্ধি যদি না থাকে, তাহলে বলার কিছু নেই। এমনকি কিছু মানুষ কমেন্টে এমনভাবে জানতে চায়—যেন আমি আমার সন্তানদের কোথাও ফেলে দিয়েছি। খুশি তো?”
পরীমণি জানান, এখন তিনি নিজেই দুই সন্তানকে সময় দেন, তাদের দেখভাল করেন।

“আমার ব্যক্তিগত জীবন খুবই সাধারণ। ঘরে তেল মেখে রান্না করি, সন্তানদের খাওয়াই, কাজ করি। অসুস্থ না থাকলে বা শুটিং না থাকলে সব কিছু নিজেই সামলাই। বাচ্চারা আমার জীবনে এসেছে মাত্র তিন বছর হতে চলেছে, তার আগে আমার নানা ভাইয়ের সেবাতেই সময় দিতাম।”
সন্তানদের নিয়ে অতিরিক্ত কৌতূহল বা অনধিকার চর্চা না করতে ভক্ত-সমালোচক সবাইকে আহ্বান জানান পরীমণি।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন