সর্বশেষ

খেলা

বাংলাদেশের কাছে হার, কিন্তু ওয়েস্ট ইন্ডিজে ঘুরে দাঁড়াল পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ৫:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরে হতাশাজনক এক সফর শেষ করেছিল পাকিস্তান।

তবে সেই হতাশা তারা ভুলিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ সফরে। ফ্লোরিডায় অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে তারা জিতল একই ব্যবধানে—২-১।

প্রথম ম্যাচে ১৪ রানে জয় পেয়েছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, সেই সঙ্গে শেষ হয় তাদের টানা ছয় ম্যাচের হার। তবে সিরিজের নির্ণায়ক তৃতীয় ম্যাচে আবার নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান।

লডারহিলে শেষ ম্যাচে ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ২৫ রান। কিন্তু তারা তুলতে পেরেছে মাত্র ১৩ রান। ফলে ১৩ রানে হেরে সিরিজটাও হারাতে হয় স্বাগতিকদের। ম্যাচসেরা হয়েছেন সাহিবজাদা ফারহান, আর সিরিজসেরা মোহাম্মদ নেওয়াজ।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ৪০ বলে ৬০ রান করেন অ্যালিক আথানাজ, আর শেরফান রাদারফোর্ড খেলেন ৩৫ বলে ৫১ রানের ইনিংস। কিন্তু বাকি ব্যাটাররা বড় অবদান রাখতে পারেননি। শেষ পর্যন্ত তারা ৬ উইকেট হারিয়ে ১৭৬ রানেই থেমে যায়।

এর আগে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৪ উইকেটে তোলে ১৮৯ রান। দুই ওপেনারই ব্যাট হাতে ঝড় তোলেন—সাহিবজাদা ফারহান ৫৩ বলে ৭৪, আর সাইম আয়ুব ৪৯ বলে করেন ৬৬ রান। বাকি রানগুলো আসে মিডল অর্ডার থেকে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে হোল্ডার, চেজ ও শামার জোসেফ একটি করে উইকেট শিকার করেন।

পাকিস্তানের বোলিং আক্রমণেও ছিল বৈচিত্র্য। হাসান আলী, নেওয়াজ, হারিস রউফ, সাইম আয়ুব ও সুফিয়ান মুকিম নেন একটি করে উইকেট।

১০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন