সর্বশেষ

সারাদেশ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাজার হাজার বিঘা ফসলি জমি

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ১২:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কয়েকদিনের টানা বৃষ্টিপাতে ঝিনাইদহ জেলার ছয়টি উপজেলার হাজার হাজার বিঘা ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে।

এতে করে ধানের বীজতলা, সদ্য রোপণ করা আমন ধান ও বিভিন্ন সবজি ক্ষেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রবল বৃষ্টির কারণে সদর, কোটচাঁদপুর, মহেশপুর, কালীগঞ্জ, হরিণাকুন্ডু ও শৈলকূপা উপজেলার বহু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছেন কৃষকরা।

সদরের লাউদিয়া গ্রামের কৃষক মাহবুবুর রহমান বলেন, "আমার দুই বিঘা জমির ধান তলিয়ে গেছে। আবার চারা লাগাতে হবে, কিন্তু এখন নতুন চারা কোথায় পাব, তা জানি না।"

একই রকম হতাশা প্রকাশ করেছেন কোটচাঁদপুরের কৃষক আশাদুল ইসলাম এবং মহেশপুরের রমজান আলী। তাদের মতে, এবার আমন ধান ঘরে তোলা কঠিন হয়ে পড়বে।

জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠি চন্দ্র রায় জানান, “টানা বৃষ্টিতে কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের সহযোগিতায় জলাবদ্ধতা নিরসনে বাঁধ কেটে পানি সরানোর কাজ চলছে।"

কৃষি বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত জেলার ছয়টি উপজেলায় প্রায় ৭ হাজার ৫০০ হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে।

১৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন