সারাদেশ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তিল্লা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষক দম্পতিকে পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২ আগস্ট) বিকেলে এ হামলার ঘটনা ঘটে।
ঝিনাইদহে জমি বিরোধে কৃষক দম্পতিকে পিটিয়ে হত্যাচেষ্টা

এইচ এম ইমরান, ঝিনাইদহ
রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তিল্লা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষক দম্পতিকে পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২ আগস্ট) বিকেলে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন ওই গ্রামের মৃত ভাটাই মন্ডলের ছেলে জামির আলী (৫০) ও তার স্ত্রী সুখজান বেগম (৪৫)। বর্তমানে তারা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন।
আহতদের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে জামির আলীর সঙ্গে তার ভাই আমির হোসেনের বিরোধ চলছিল। এর জের ধরেই শনিবার বিকেলে আমির হোসেন ও তার স্ত্রীসহ আরও কয়েকজন জামিরের বাড়িতে ঢুকে হামলা চালায়।
হামলাকারীরা দম্পতিকে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
১১৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর