সর্বশেষ

জাতীয়

নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশায় কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ শুরু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আজ রোববার বিকেল ৪টায় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে শুরু হয় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ শীর্ষক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ।

সমাবেশের সভাপতিত্ব করেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। এতে উপস্থিত রয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের প্রধান নেতৃবৃন্দ হাসনাত আব্দুল্লাহসহ অন্যান্য কেন্দ্রীয় নেতা। দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগদান করেছেন। এছাড়া জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরাও উপস্থিত হয়েছেন।

আজকের সমাবেশ থেকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবেন।

সমাবেশের আগেই এনসিপির নেতারা একান্তে প্রথম আলোকে জানান, আজকের এ সমাবেশ থেকে তারা দেশের মানুষকে একটি নতুন বার্তা দিতে চান। ইশতেহারে তুলে ধরা হবে দেশের উন্নয়ন ও পরিবর্তনের বিষয়গুলো। বিশেষ গুরুত্ব দেওয়া হবে নাগরিক মর্যাদা ও ন্যায়বিচারের উপর। এছাড়াও জুলাই সনদ ও ঘোষণা পত্রের বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানানো হবে। শেখ হাসিনাসহ খুনিদের দ্রুত বিচারের দাবিও এ ইশতেহারে উল্লেখ থাকবে।

সমাবেশ শুরুর আগে যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর গড়ে ওঠা এনসিপি নতুন বাংলাদেশ গড়তে চায়। আমাদের লক্ষ্য, কিভাবে মানসম্পন্ন শিক্ষা, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, শক্তিশালী প্রতিরক্ষা ও অন্যান্য খাতে পরিবর্তন আনা যায়, সেটির রূপরেখা আজ তুলে ধরা হবে। নতুন বাংলাদেশের ইশতেহার মানে দেশের উন্নয়নের নতুন পরিকল্পনা।’

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন