সাহিত্য
মধ্যরাতে আকাশ হয়ে ওঠে আরও গভীর,
গভীর রাত
জান্নাতুল ইসলাম
শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৯:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মধ্যরাতে আকাশ হয়ে ওঠে আরও গভীর,
তারা যেন বেশি উজ্জ্বল দেখায়,
আর চাঁদ—
সে যেন এক নীরব সঙ্গী।
অনেকে এই সময় ঘুমিয়ে থাকে,
আবার কেউ কেউ
নিজের ভেতরের ভাবনাগুলো জাগিয়ে তোলে।
মধ্যরাত হয়তো একাকিত্বের নাম,
আবার কখনও হয়ে ওঠে
সবচেয়ে গভীর অনুভূতির সময়।
৫১৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন