দায়িত্ব বদলের প্রস্তুতি বিসিবিতে, আলোচনায় শাহরিয়ার নাফীস

বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ ১০:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে রদবদলের প্রস্তুতি চলছে। একাধিক বিভাগে ইনচার্জ ও ম্যানেজারদের পদে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
আলোচনায় আছেন ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বে থাকা সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস, যাকে বদলি করে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটে পাঠানো হতে পারে। তাঁর স্থলে দায়িত্ব পেতে পারেন এইচপির বর্তমান ইনচার্জ জামাল বাবু।
তবে শাহরিয়ার নাফীসের বদলিকে ঘিরে কিছুটা অস্বস্তি দেখা দিয়েছে বোর্ডের অভ্যন্তরে। কারণ তিনি সাবেক সভাপতি ফারুক আহমেদের আত্মীয় হওয়ায় পদোন্নতির বদলে বদলি হওয়ার বিষয়টিকে কেউ কেউ ‘রাজনৈতিক’ বলেও মনে করছেন।
এ বিষয়ে বিসিবির পরিচালক মাহাবুবুল আনাম বলেন, “এ ধরনের রদবদল হলে তা হবে শুধু কাজের সুবিধার্থে। এখানে ব্যক্তিগত কোনো কারণ নেই।”
নাফীস বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগে পাঁচ বছর ধরে কর্মরত। সাবেক ম্যানেজার সাব্বির খানের অধীনে কাজ শিখে অভিজ্ঞতাও অর্জন করেছেন তিনি।
এছাড়া আরও দুটি বিভাগে রদবদলের গুঞ্জন রয়েছে—গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মো. কাউসারকে টুর্নামেন্ট কমিটিতে এবং টুর্নামেন্ট কমিটির ইনচার্জ আরিফুল ইসলামকে গেম ডেভেলপমেন্ট বিভাগে বদলি করা হতে পারে।
তবে বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এসব পরিবর্তন সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
১২৫ বার পড়া হয়েছে