দুই দিনের সফরে কলকাতায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ ৮:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুই দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন।
সফরের অংশ হিসেবে গতকাল বুধবার বিকেলে তিনি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা।
বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি সরাসরি রওনা দেন নদীয়া জেলার কল্যাণীতে অবস্থিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস)–এর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন তিনি। এইমস কল্যাণীর পরিচালক রামজি সিং রাষ্ট্রপতিকে সংবর্ধনা জানান।
পরে সন্ধ্যায় দ্রৌপদী মুর্মু দক্ষিণেশ্বর কালীমন্দিরে যান এবং সেখানে পূজা–অর্চনা করেন। তাঁর সঙ্গে ছিলেন কন্যা ইতিশ্রী মুর্মু। মন্দির পরিদর্শনের সময় রাষ্ট্রপতির হাতে প্রসাদ ও পদ্মফুল তুলে দেন মন্দিরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কৌশিক চক্রবর্তী, যিনি রামকৃষ্ণদেবের বংশধর। রাষ্ট্রপতি পরে রামকৃষ্ণদেবের বসতঘর ঘুরে দেখে রাজভবনের উদ্দেশে রওনা দেন।
আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি ঝাড়খন্ডের দেওঘরে যাবেন। সেখানকার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস)–এর প্রথম সমাবর্তনে অংশ নেবেন তিনি। এই প্রথম দেওঘর এইমসে সমাবর্তনের আয়োজন করা হয়েছে।
১০৫ বার পড়া হয়েছে