আন্তর্জাতিক

ট্রাম্পের ৫০% শুল্ক বৃদ্ধিতে উত্তপ্ত ব্রাজিল-মার্কিন সম্পর্ক

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ ৬:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের বিরুদ্ধে ৫০ শতাংশ শুল্ক আরোপের একটি নির্বাহী আদেশে সই করেছেন।

এ বিষয়ে মার্কিন কর্মকর্তারা বুধবার জানান, তারা ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দে মোরেসের ওপর নিষেধাজ্ঞা জারি করবেন। বিচারক মোরেসকে ‘বিধিবহির্ভূত বিচারের আগে আটকের অনুমোদন’ এবং ‘মত প্রকাশের স্বাধীনতা দমন’ করার অভিযোগ আনা হয়েছে।

বিচারক মোরেস বর্তমানে ব্রাজিলের সাবেক ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বলসোনারো ও তার সহযোগীদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছেন। ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর বলসোনারো ও তার ঘনিষ্ঠরা অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে তদন্তের মুখোমুখি। তবে বলসোনারো এই অভিযোগ অস্বীকার করেছেন এবং বিচারক মোরেসকে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়েছেন।

মোরেসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দেয়ার ঠিক পরই ট্রাম্প ব্রাজিলের ওপর শুল্ক বাড়ানোর আদেশে সই করেন। চলতি মাসের শুরুতে একটি চিঠিতে ট্রাম্প ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। সেখানে ট্রাম্প ব্রাজিলকে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ‘আক্রমণ’ এবং বলসোনারোর বিরুদ্ধে ‘হয়রানিমূলক ব্যবস্থা’ নেওয়ার জন্য দায়ী করেছিলেন।

তবে শুল্ক আরোপের এই আদেশে ব্রাজিলের কিছু প্রধান রপ্তানি পণ্য, যেমন কমলার রস, বিমান যন্ত্রাংশ এবং জ্বালানি পণ্যগুলি উচ্চ কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এই নির্বাহী আদেশে ব্রাজিলে রাজনৈতিক নিপীড়ন, ভীতি প্রদর্শন, হয়রানি ও সেন্সরশিপের কথা উল্লেখ করা হয়েছে এবং বলসোনারোর বিচারকে কেন্দ্র করে শুল্ক আরোপের নীতিগত কারণও তুলে ধরা হয়েছে। ব্রাজিল ইতোমধ্যেই মার্কিন শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে।

যুক্তরাষ্ট্রের পর ব্রাজিল চীন ছাড়া দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হওয়ায়, এই শুল্ক বৃদ্ধি দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন