নিষেধাজ্ঞা কাটিয়ে মেজাজে ফিরলেন লিওনেল মেসি, ইন্টার মায়ামির জয়

বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ ৫:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ সময় আজ সকালেই মেজাজে ফিরলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরতি লিগস কাপ ম্যাচে মেক্সিকোর আটলাসকে ২-১ গোলে হারিয়ে ইন্টার মায়ামির কাছে নাটকীয় জয় এনে দিলেন এই ফুটবল আইকন। ম্যাচে দুটি সহায়তা করে আবারও নিজের ক্লাস দেখালেন মেসি।
৮২ মিনিটে আটলাসের রিভালদো লোজানোর গোল ম্যাচে সমতা ফেরালেও, যোগ করা সময়ের শেষ মুহূর্তে মার্সেলো ভিগান্ট মেসির পাস থেকে জয়সূচক গোলটি করে দলকে তিন পয়েন্ট এনে দেন। প্রথমে অফসাইডের কারণ দেখিয়ে গোলটি বাতিল করা হয়, তবে পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) তদন্ত শেষে গোলটি বৈধ ঘোষণা করে।
মেসির অবদান ম্যাচে শুধু গোলেই সীমাবদ্ধ ছিল না। ৫৮ তম মিনিটে তেলাসকো সেগোভিয়ার গোলেও তিনি অ্যাসিস্ট করেন। জুলাই মাসে মেসি মোট পাঁচটি অ্যাসিস্ট ও আটটি গোল করেছেন, যার ফলে তিনি মেজর লিগ সকারে (এমএলএস) মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
এদিকে এই ম্যাচেই ইন্টার মায়ামির নতুন সদস্য রদ্রিগো দি পল তার অভিষেক ঘটিয়েছেন। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার জাতীয় দলের সতীর্থ মেসির সঙ্গে এবার ক্লাব লেভেলেও জুটি বাঁধলেন। মেসির সঙ্গে দীর্ঘদিনের অন্তরঙ্গ সম্পর্ক থাকার কারণে তাঁকে মেসির ‘দেহরক্ষী’ হিসেবে পরিচিতি রয়েছে।
ম্যাচের প্রথমার্ধে উভয় দলেরই গোলের সুযোগ থাকলেও মায়ামির গোলরক্ষক রোকো রিওস নোভোর তিনটি দুর্দান্ত সেভ ম্যাচটিকে উত্তেজনাপূর্ণ করে তোলে। অন্যদিকে লুইস সুয়ারেজের একটি শট শেষ মুহূর্তে ক্রসবারে লাগলেও গোল হয়নি।
এভাবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে নিজের মান বজায় রেখে মেসি আবারও ইন্টার মায়ামির জন্য বড় অবদান রাখলেন এবং দলকে জয় এনে দিলেন।
১৩২ বার পড়া হয়েছে