সর্বশেষ

জাতীয়হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশবাসীকে শান্ত থেকে দোয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
ফেসবুকে ছড়ানো তথ্যের কোনো ভিত্তি নেই, হাদির অবস্থা সংকটজনক : চিকিৎসক
হাদি হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামির বাবা–মা গ্রেফতার
নির্বাচন নিয়ে প্রতিবেশীদের নসিহত গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র উপদেষ্টা
ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা ইস্যুতে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তলব
বিদেশগমন প্রক্রিয়ায় দুর্নীতি ও হয়রানি কমেছে: আসিফ নজরুল
অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হচ্ছে ২০ ফেব্রুয়ারি
সারাদেশগাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার
ঈশ্বরদীতে জমি সংক্রান্ত বিরোধে বিএনপি নেতা নিহত
মাগুরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল গ্রেপ্তার
হাদির ওপর হামলায় ‘ব্যবহৃত’ পিস্তলসহ গুলি নরসিংদী থেকে উদ্ধার
আন্তর্জাতিকফিলিস্তিনিসহ ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
খেলানিজের সর্বোচ্চ মূল্যে দল পেয়ে আইপিএল নিলামে ইতিহাস গড়লেন মুস্তাফিজ
আন্তর্জাতিক

রাশিয়ার উপদ্বীপে ৮.৮ মাত্রার ভূমিকম্প, সুনামির আঘাত জাপানের হোক্কাইডো দ্বীপে 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৩০ জুলাই, ২০২৫ ৪:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাশিয়ার দূর প্রাচ্যের কামচাটকা উপদ্বীপে বুধবার সকালে ৮.৮ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর সমুদ্রতলে সৃষ্ট সুনামি প্রশান্ত মহাসাগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

প্রথম ঢেউটি জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপে পৌঁছেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ছিল পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১১৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, ভূপৃষ্ঠ থেকে ১৯.৩ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে ৮ মাত্রা নির্ধারণ করা হলেও পরে তা সংশোধন করে ৮.৮ করা হয়। ভূমিকম্পের কিছুক্ষণ পর ৬.৯ মাত্রার একটি আফটারশকও অনুভূত হয়।

রাশিয়ার কামচাটকা অঞ্চলে কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক কর্মকর্তারা। গভর্নর ভ্লাদিমির সলোদভ এক ভিডিও বার্তায় বলেন, "গত কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।"

আঞ্চলিক জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, কিছু এলাকায় ৩ থেকে ৪ মিটার উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়েছে। উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ চলেছে।


জাপানে প্রথম সুনামি ঢেউটি হোক্কাইডোর নেমুরো শহরের উপকূলে পৌঁছে, যার উচ্চতা ছিল প্রায় ৩০ সেন্টিমিটার। তবে জাপানি কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, পরবর্তী ঢেউগুলো আরও বড় হতে পারে।

হোক্কাইডোর উপকূলীয় শহরগুলো থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে জনগণকে দ্রুত উঁচু স্থানে সরিয়ে যেতে আহ্বান জানায়।

২০১১ সালের বিধ্বংসী ভূমিকম্প ও সুনামির অভিজ্ঞতা মাথায় রেখে জাপানসহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের হাওয়াই, একুয়েডর, চিলি ও সলোমন দ্বীপপুঞ্জেও সুনামির সতর্কতা দেওয়া হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, তিন ঘণ্টার মধ্যে ঢেউ আঘাত হানতে পারে এবং কিছু এলাকায় ঢেউয়ের উচ্চতা ৩ মিটার ছাড়িয়ে যেতে পারে।

হাওয়াইয়ের জরুরি ব্যবস্থাপনা বিভাগ বাসিন্দাদের দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেছে। উপকূলীয় নিচু এলাকার বাসিন্দাদের উঁচু স্থানে কিংবা অন্তত ভবনের চতুর্থ তলায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কামচাটকায় কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন জানালা দিয়ে লাফ দিয়ে পড়ে গেছেন, একজন দৌড়াতে গিয়ে আহত হয়েছেন এবং একজন নতুন বিমানবন্দর টার্মিনালে দুর্ঘটনায় পড়েছেন। তবে কেউ গুরুতর আহত হননি।

রাশিয়ান অ্যাকাডেমি অব সায়েন্স জানিয়েছে, ১৯৫২ সালের পর এই ভূমিকম্পটি ওই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেভেরো-কুরিলস্ক শহরের বন্দর এবং একটি মাছ প্রক্রিয়াকরণ কারখানা আংশিকভাবে প্লাবিত হয়েছে।

কামচাটকা অঞ্চল ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত ভূকম্পনপ্রবণ এলাকার অংশ, যেখানে ঘন ঘন ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়ে থাকে।

৪৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন