সর্বশেষ

সারাদেশ

বঙ্গোপসাগরে মাছধরা ট্রলারডুবি, নিখোঁজ ৬ জেলে

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী প্রতিনিধি

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ৬:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এফবি সাগরকন্যা নামের একটি ট্রলার ডুবে গেছে। এতে ১৫ জেলের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন ৬ জন।

দুর্ঘটনাটি ঘটে গত শুক্রবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে, শেষ বয়া থেকে প্রায় ৭৫ কিলোমিটার গভীর সাগরে। আবদুর রশিদ মাঝির নেতৃত্বে ১৫ জেলে মহিপুর থেকে গভীর সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। জাল ফেলার কিছুক্ষণ পর হঠাৎ ঝড়ো হাওয়া ও প্রবল ঢেউয়ের তোড়ে ট্রলারটি দুমড়ে-মুচড়ে ডুবে যায়।

জেলেদের ভাষ্য অনুযায়ী, ট্রলারডুবির পর একজন সঙ্গী সঙ্গে সঙ্গেই নিখোঁজ হন। বাকি ১৪ জন বাঁশ ও ফ্লোটিং সামগ্রীর সহায়তায় ভাসতে থাকেন। পরবর্তীতে সাগরে ভাসতে ভাসতে আরও পাঁচজন নিখোঁজ হয়ে যান। শেষ পর্যন্ত, গতকাল রাতে অন্য দুটি মাছধরা ট্রলার ওই ৯ জনকে শেষ বয়ার কাছ থেকে উদ্ধার করে।

উদ্ধার জেলেদের মঙ্গলবার (২৯ জুলাই) ভোররাতে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিখোঁজ জেলেরা হলেন: আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, “২৬ জুলাই ট্রলার মালিক কিশোর হাওলাদার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজদের উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন