গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩৩১, মৃত্যু ৩

শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ১০:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ কমেনি। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৩ জন।
শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৩২ জন, চট্টগ্রামে ৩০ জন, ঢাকা বিভাগের বাইরে ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ৪৭ জন, খুলনায় ১৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ২৭৫ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ১৭ হাজার ৬৯৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জনে। মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।
তবে গত বছরের (২০২৩) তুলনায় এবার আক্রান্ত ও মৃত্যুর হার কিছুটা কম। ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ১ হাজার ৭০৫ জন। সেবছর দেশে মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
১২৮ বার পড়া হয়েছে