জাতীয়

নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ৪:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। এতে দেশের উপকূলীয় ১৫টি জেলা ও আশপাশের দ্বীপ-চরে ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে।

একই সঙ্গে বিভিন্ন জেলায় ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে এখন পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় সৃষ্টি হয়েছে বায়ুচাপের তারতম্য এবং ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চল এবং কাছাকাছি দ্বীপ ও চরাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ থেকে ৩ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

বরিশালে উঁচু জোয়ার ও বৃষ্টির প্রভাবে নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী তাইজুল ইসলাম জানান, শুক্রবার বিকেল ৩টার পর দক্ষিণাঞ্চলের সব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে। বিকাল ৪টা ৪০ মিনিটে কীর্তনখোলা নদীতে পানি প্রবাহ রেকর্ড করা হয় বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপরে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয় এবং বরিশাল শহরের সদর রোডসহ বিভিন্ন সড়কে পানি জমে যায়।

বরিশাল আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ বাতাসের গতি ছিল ঘণ্টায় ১০ কিলোমিটার। এই অবস্থা আরও দুই-তিন দিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জাপানের কৃত্রিম উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে জানিয়েছেন, আগামী মঙ্গলবার (২৯ জুলাই) পর্যন্ত দেশের অধিকাংশ জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের জেলাগুলোতে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের উপকূলে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে, যার ফলে নদীর মোহনায় উত্তাল পরিস্থিতি বিরাজ করছে।

মৎস্যজীবী ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন