সারাদেশ

কুষ্টিয়া-৪ আসনে কেন্দ্রীয় কৃষক দল নেতা হাফেজ মোঃ মঈনউদ্দিন

বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংযোগ ও পথসভায় জনগণের ব্যাপক সাড়া

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ ৬:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া-৪ আসনে (কুমারখালী-খোকসা) নির্বাচনী লড়াইয়ে নাম লেখালেন কেন্দ্রীয় কৃষক দল নেতা হাফেজ মোঃ মঈনউদ্দিন। 

তিনি নির্বাচনে এই আসনে মনোনয়নের জন্য দৃঢ়প্রতিজ্ঞ। তাই নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ, শোভাযাত্রা ও পথসভা করে তিনি সাধারণ মানুষের হৃদয় জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে খোকসা, কুমারখালীসহ আশপাশের বিভিন্ন হাটবাজারে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে ব্যাপক জনসমাগম সৃষ্টি করেন মঈনউদ্দিন। এ সময় তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নানা ব্যানার-ফেস্টুন ও লিফলেট বিতরণ করেন।

শত শত মোটরসাইকেল বহর নিয়ে নেতাকর্মীরা খোকসা বাসস্ট্যান্ড, শিয়াল ডাঙ্গী এলাকাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি নিয়ে উপস্থিত হন। দিনব্যাপী নেতাকর্মীদের সঙ্গে তিনি গণসংযোগ চালিয়ে যান, এতে তিনি সাধারণ মানুষের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেন। 

এছাড়া, তিনি কুমারখালী-খোকসা উপজেলার বিভিন্ন হাটবাজারে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের নানা দাবি-দাওয়া শোনেন। পাশাপাশি, তিনি শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করে তার আদর্শকে স্মরণ করেন এবং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার পতনের ইতিহাসকে স্মরণ করিয়ে দেন। 

মঈনউদ্দিন বলেন, আমি আবরার ফাহাদের আদর্শ ও চরিত্র বুকে ধারণ করে মানুষের সেবা করতে চাই। আমি কুমারখালী ও খোকসার মানুষদের সেবক হতে চাই। যদি দল চায়, আমি আমার নির্বাচনী এলাকা থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুত।

তিনি আরও বলেন, দেশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের কারণে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে, এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির নির্দেশনা অনুযায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে। বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি আমি কৃতজ্ঞ। 

শোভাযাত্রার শেষ পর্যায়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় আবরার ফাহাদের আদর্শকে অনুসরণ করে দেশের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

তিনি বলেন, আমি চাই মানুষের সেবা করে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠা করতে। দল যদি চায়, আমি আমার নির্বাচনী এলাকা থেকে জনসেবা ও রাজনীতিতে এগিয়ে যেতে প্রস্তুত। এ ধরনের জনসংযোগ কার্যক্রমের মাধ্যমে তিনি তাঁর জনপ্রিয়তা ও দলীয় অবস্থান আরও সুসংহত করেছেন।

২৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন