বিমান দুর্ঘটনায় আরো এক সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ ৯:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ হওয়া স্কুলছাত্র মাহতাব রহমান (১৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, মাহতাবের শরীরের প্রায় ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল এবং শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছিল। সে আইসিইউতে চিকিৎসাধীন ছিল এবং অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয়।
মাহতাব মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার চুলাশ ভূঁইয়া বাড়িতে। মাহতাব উত্তরায় পরিবারের সঙ্গে থাকত এবং পরিবারের একমাত্র সন্তান ছিল।
তার বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া জানান, প্রতিদিনের মতো সোমবারও তিনি ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন। এ সময়ই দুর্ঘটনাটি ঘটে। বিমান বিধ্বস্ত হয়ে লাগা আগুনে দগ্ধ হয় মাহতাব। পরে সেনাবাহিনী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ নিয়ে দিয়াবাড়ি বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩ জনে। শুধু শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটেই এ ঘটনায় ১২ জন মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দুর্বিষহ এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহত শিক্ষার্থীর পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে। মাহতাবের বাবার ভাষায়, “আর কখনও এক ফ্রেমে ছেলেকে নিয়ে ছবি তোলা হবে না।”
১৪৬ বার পড়া হয়েছে