লোহাগড়ায় ইজিবাইক দুর্ঘটনায় আহত চালকের মৃত্যু

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ১১:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক দুর্ঘটনায় আহত চালক রেজাউল শিকদার (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
রেজাউল শিকদার নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল কাজীপাড়ার মৃত মালেক শিকদারের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত শুক্রবার (১৮ জুলাই) সকালে রেজাউল শিকদার নিজ বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন। পরে লোহাগড়া-জয়পুর আঞ্চলিক সড়কের জয়পুর এলাকায় পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ইজিবাইকটি রাস্তার পাশে খাদে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে সেখানে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
১০৯ বার পড়া হয়েছে