সারাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত জাতীয় পতাকা

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ২:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
উত্তরায় বিমান দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক আজ, সারাদেশে বিশেষ প্রার্থনার আয়োজন।
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে জানিয়েছেন, শোক দিবস উপলক্ষে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একইসঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনার শোকস্মরণে সব ধর্মীয় উপাসনালয়ে নিহত ও আহতদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। ধর্ম-বর্ণ-নির্বিশেষে দেশজুড়ে আজ পালিত হচ্ছে এই শোক ও প্রার্থনার দিন।
এছাড়া দুর্ঘটনায় আহতদের চিকিৎসা ও সহায়তার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে একটি জরুরি হটলাইন চালু করা হয়েছে।
হটলাইন নম্বর: ০১৯৪৯০৪৩৬৯৭
১৪১ বার পড়া হয়েছে