আইন-আদালত
ঢাকায় মা ও চার বছরের শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় ১৫ বছর পর তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
১৫ বছর পর মা-মেয়েকে হত্যার বিচার: ৩ জনের মৃত্যুদণ্ড
স্টাফ রিপোর্টার
রবিবার, ২০ জুলাই, ২০২৫ ৮:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকায় মা ও চার বছরের শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় ১৫ বছর পর তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (২০ জুলাই) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।
মামলার পটভূমি:
২০০১০ সালের ঘটনায় ইয়াসমিন আলম ও তাঁর মেয়ে ইয়ারিন আলমকে ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়। মামলার অভিযোগে বলা হয়, সম্পত্তির লোভে ইয়াসমিনের সৎ ছেলে নূর আলম এই হত্যাকাণ্ড ঘটায়। পরে আল-আমিন ও সিরাজ মোল্লা তাকে সহায়তা করেন।
তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধেই অভিযোগপত্র দাখিল করা হয়। আসামিরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। তবে প্রধান আসামি নূর আলম বর্তমানে জামিনে মুক্ত থেকে পলাতক রয়েছেন।
১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য উপাত্তের ভিত্তিতে আদালত তিনজনকেই সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ড দেন।
২৫৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন