নির্বিচারে কাজ করি, প্রতিবাদেও চুপ থাকি না: শামীম

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ৮:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
‘মেথর’ ও ‘বিসিএস ক্যাডার’ নাটকে অভিনয় করে প্রশংসিত অভিনেতা শামীম হাসান সরকার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা ইস্যুতে সক্রিয়।
তাঁর কথায় শুধু অভিনয় নয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাও তাঁর দায়িত্ববোধ থেকে আসে।
কাজ ও নাট্যজগত প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে নাটকের সংখ্যা কমে গেছে, প্রযোজকদের আগ্রহও কম। ঈদের পর কোনো বিরতি না নিয়ে টানা কাজ করছেন তিনি।
‘মেথর’ নাটক নিয়ে বলেন, “চরিত্রটি করার আগে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলেছি। নাটকে ভাষা ও স্টাইল বাস্তবের মতো করার চেষ্টা করেছি।” এই নাটকে অভিনয়ের পর তাঁর মা–বাবা অনেক ফোন পেয়েছেন, প্রশংসাও পেয়েছেন, যা তাঁকে গর্বিত করেছে।
সামাজিক বিষয়ে সরব থাকা প্রসঙ্গে বলেন, “আমি আমজনতা। অন্যায় দেখলে চুপ থাকতে পারি না। আগের সরকারের সময় যেমন বলেছি, এখনো বলি।”
জুটি প্রসঙ্গে বলেন, “সবাই সঙ্গে কাজ করি। কোনো নির্দিষ্ট অভিনেত্রীকে বেছে নিই না। বরং নতুনদের সুযোগ দিতে বলি নির্মাতাদের।” যদিও অনেক অভিনেত্রী তাঁর সঙ্গে কাজ করতে আগ্রহী নন বলেও মন্তব্য করেন তিনি।
সিনেমা প্রসঙ্গে বলেন, “পরিবার নিয়ে সম্প্রতি ‘উৎসব’ সিনেমাটি দেখেছি, খুব ভালো লেগেছে। ভবিষ্যতে সিনেমায় কাজের ইচ্ছা আছে, তবে নাটক ছাড়ব না কখনো।”
১৩৫ বার পড়া হয়েছে