আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ১১৬ ফিলিস্তিনি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ৮:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় একদিনেই আরও অন্তত ১১৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

শনিবার (২০ জুলাই) রাফা শহরে ত্রাণকেন্দ্রের সামনে খাদ্যসামগ্রী নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন ৩৮ জন। আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।

গাজার প্রধান চিকিৎসা কেন্দ্র আল-শিফা হাসপাতালে অপুষ্টিজনিত কারণে আরও তিনজন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যাদের একজন ছিল মাত্র ৩৫ দিনের শিশু। এক চিকিৎসক জানান, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে ইসরায়েল যেসব অস্ত্র পাচ্ছে, সেগুলোর মাধ্যমেই ফিলিস্তিনিদের জোরপূর্বক অনাহারে রাখা হচ্ছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের এক মুসলিম সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ এনেছে।

অন্যদিকে, ইসরায়েলের রাজধানী তেল আবিবে হাজারো মানুষ শান্তিপূর্ণ মিছিলে অংশ নিয়েছে। তারা গাজায় চলমান যুদ্ধের অবসান এবং সেখানে এখনও অবরুদ্ধ প্রায় ৫০ জন জিম্মির মুক্তির লক্ষ্যে চুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক সীমান্ত হামলার পর থেকেই গাজায় শুরু হয় ইসরায়েলের সামরিক অভিযান। সেই থেকে এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন অন্তত ৫৮ হাজার ৭৬৫ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ১ লাখ ৪০ হাজার ৪৮৫ জন।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন