গোপালগঞ্জে সংঘাতে নয়, নির্দেশনা মেনেই গিয়েছিলাম: নাহিদ

শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ১২:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা গোপালগঞ্জে হামলার মুখে পড়ার পর সেনাবাহিনীর সাঁজোয়া যান (এপিসি) ব্যবহার করে এলাকা ত্যাগ করেন।
বিষয়টি নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, "আমরা সেখানে কোনো সংঘাত সৃষ্টি করতে যাইনি। আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনেই গিয়েছিলাম এবং তাদের পরামর্শ অনুযায়ীই এলাকা ছেড়েছি।"
শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রা কর্মসূচি চলাকালে এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম জানান, গোপালগঞ্জের ঘটনায় তাদের কর্মসূচিতে ব্যাঘাত ঘটেছে। "হামলার কারণে সেদিন দুই জেলায় পদযাত্রা করা সম্ভব হয়নি। তবে আমরা পরিস্থিতি সামাল দিয়ে আবার কর্মসূচি চালু করেছি," বলেন তিনি। একইসঙ্গে প্রশাসনের আরও সক্রিয়তা থাকলে এমন পরিস্থিতি এড়ানো যেত বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, "মুজিববাদী ফ্যাসিস্ট শক্তি এখনো বাংলাদেশে সক্রিয়। শুধু আইন করে কোনো দল নিষিদ্ধ করলেই এ মতাদর্শের অবসান হবে না। এটি একটি আদর্শিক শক্তি, যাকে পরাজিত করতে দীর্ঘমেয়াদি লড়াই চালিয়ে যেতে হবে।"
পদযাত্রা সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, "বিভিন্ন স্থানে আমরা নানা ধরনের প্রতিক্রিয়া পেয়েছি। কিছু জায়গায় মানুষের অকুণ্ঠ সমর্থন পেয়েছি, আবার কোথাও কিছুটা বাধার সম্মুখীন হয়েছি। গোপালগঞ্জে অবশ্য বড় ধাক্কা খেতে হয়েছে। তবে এসব বাস্তবতা আমরা মেনে নিয়েই এগিয়ে চলেছি।"
১২৮ বার পড়া হয়েছে