গোপালগঞ্জে ১৪ ঘণ্টার কারফিউ শিথিলের ঘোষণা

শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ৬:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে চলমান সহিংসতা ও হামলার ঘটনায় জারি করা কারফিউ আজ শনিবার রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে।
এর আগে, বুধবার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরে ব্যাপক হামলা চালানোর পর এই কারফিউ জারি হয়। সহিংসতা পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জেলা প্রশাসকের দপ্তর থেকে জানানো হয়, শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এই শিথিলতা কার্যকর থাকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, বুধবার এনসিপির সমাবেশের কারণে শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রথমে ১৪৪ ধারা জারি করা হয়, পরে পরিস্থিতির অবনতি হলে সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করা হয়।
বৃহস্পতিবার ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ এক ব্রিফিংয়ে জানিয়ে ছিলেন, কারফিউয়ের মেয়াদ প্রথমে বাড়িয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়েছিল। এরপর সেখান থেকে আরও এক দফায় মেয়াদ বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়। এর পর, গত রাতে জেলা প্রশাসক জানিয়ে দেন, আজ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
১৩৩ বার পড়া হয়েছে