পুরোপুরি চালু ইরানের আকাশসীমা, স্বাভাবিক কার্যক্রমে সব বিমানবন্দর

শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ৭:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইরান তার আকাশসীমা সম্পূর্ণভাবে খুলে দিয়েছে এবং দেশের সব বিমানবন্দরে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
বৃহস্পতিবার দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থার পক্ষ থেকে এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।
স্থানীয় সংবাদমাধ্যম মেহের নিউজ জানিয়েছে, আকাশসীমার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আংশিকভাবে আকাশপথ চালু করলেও এবার তা পূর্ণ মাত্রায় উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, “বেসামরিক বিমান চলাচল সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবং বর্তমান পরিস্থিতির নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতে দেশের সব বিমানবন্দর স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। যাত্রীদের জন্য সব ধরনের বিমান পরিষেবা এখন প্রস্তুত রয়েছে।”
এ ঘোষণার মাধ্যমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে স্বস্তি ফিরেছে। আকাশসীমা চালু হওয়ায় আন্তর্জাতিক আকাশপথ ব্যবহারে ইরান এখন আবারও ২৪ ঘণ্টা খোলা রয়েছে।
১১০ বার পড়া হয়েছে